সাম্প্রতিক

6/recent/ticker-posts

তাজিমুর রহমান



বৃষ্টিভেজা নভেল



বৃষ্টির ভেতর যে যে অন্ধকার মনমরা হয়ে
জেগে থাকে
আমি তাদের নিয়ে উৎসবে যাই,পাশে
পড়ে থাকে অনিকেত অক্ষর সকল
শুধু বৃক্ষের নিচে চঞ্চল হয়ে পড়া ছায়াবৃত দৃশ্যগুলো
লোকায়ত মাধুরী নিয়ে
পার হয়ে যায় বাতানুকূল সাজঘর


হেসে ওঠে নীলাভ আবেশ; ডাইনিং টেবিল!
অনায়াস প্রান্ত বদল করে নেয় কাঁটাচামচ
সদ্য হৃদয় পোড়ানো যুবকের হাতও থমকে থাকে
মেহেনদি মাখা সলাজ মুঠোয় !
কেবল মৃদু আলোয় ভেসে থাকে মায়াবী রাত


অথচ বর্ষা বিমনা হলে পিথাগোরাসের গানিতিক আঁকে
মূর্ত হয়ে ওঠে মহাভারতের ঐশ্বর্য পর্ব আর
শাদা পাতায় লিপিবদ্ধ হয় বৃষ্টি ভেজা নভেল



তাজিমুর রহমান