দুটি কবিতা
আবদার
ভালবাসলে
নাকি নদী কথা বলে!
আমি ভালবাসার
জন্য সপ্ত নদীর ধারে হেঁটে চলেছি
অবিরত স্রোতে
ভেসেও চলেছি
তবু নদী কথা
বলেনি
ভালবাসলে
নাকি পাথরে ফুল ফোটে
আমি ভালবেসে
অহল্যা হয়েছি
ফুল ফোটার
বদলে পাথর হয়ে
অপেক্ষায়
ভালবাসলে
নাকি বৃষ্টি নামে
আমি বৃষ্টি
ভিজব বলে পথে
শরীর ঝলসে
গেছে
তবু বৃষ্টি
নামেনি
এরপরেও তুমি
বলবে প্রেমের কবিতা লেখ!
প্রতীক্ষা
অনন্ত
প্রতীক্ষায় বসে আছি
বসে আছি কিছু শব্দের মাঝে
বিষ্ণুও
বসেছিলেন অনন্ত শয্যায়
পদ্ম তার
পাপড়ি বিছিয়ে
সৌরভে ভরে
দিয়েছিল দশ দিক
আমিও সৌরভ
খুঁজছি
কখনো বইয়ের
পাতায়
কখনো
নিঃস্তব্ধতায়
বিতস্তা ঘোষাল