সাম্প্রতিক

6/recent/ticker-posts

শোভন মণ্ডল


ব্লাউজ



পারুল কম কথা বলেএকমনে কাজ করে যায়কাঁচির খচখচ শব্দ আর সেলাই মেশিনের ঘূর্ণন দেখে বোঝা যায় তার তৎপরতাতার হাত কথা বলেসুধাদি কাপড়ের ছিট আর মাপগুলো দিয়ে যায়পারুল একবার চোখ বুলিয়ে শুরু করে তার কাজঅদ্ভুত দক্ষতা তারনিমেষেই কাঁচি দিয়ে কাপড় কেটে মেশিনে সুতো লাগিয়ে পায়ে চাপ দিয়ে চাকা ঘোরাতে থাকেকয়েক মিনিটে তৈরি হয়ে যায় আস্ত একটা ব্লাউজকত রকমের তার স্টাইলম্যাগি হাতা, ঘটিহাতা,  লেসযুক্ত, নকসী কাটা ব্লাউজযেমন দেখতে সুন্দর তেমন তার ফিটিংসসুধাদির গুমটি দোকান আজ একতলা সিমেন্টের ঝাঁ চকচকেশুধুমাত্র পারুলের তৈরি ব্লাউজের কল্যানে তা সম্ভব হয়েছেতার কাছে ব্লাউজ করানোর জন্য লাইন পড়ে যায় সদ্য যুবতী থেকে বয়স্ক মাসীপিসিদেরসবার মুখে মুখে ফেরে পারুলের ব্লাউজেরকথা
আগে ব্লাউজ ছাড়া সালোয়ার, চুড়িদার-এসবও করতোকিন্তু এখন শুধু ব্লাউজই করে সেসুধাদি ব্লাউজের মাপ নিয়ে তাকে দিলে সে একবার চোখ বুলিয়ে যেন দেখতে পায় পুরো নারীকেমাপের নিখুঁত মেল বন্ধনে সেই অচেনা নারী যেন তার সামনে দাঁড়িয়ে থাকেপারুল দিব্যি দেখতে পায় তার দীর্ঘ গ্রীবা,  মোলায়েম ঘাড়,  নিটোল সুউচ্চস্তন,বুকের ত্রিকোণ খাঁজমেশিন চলতে থাকেশিল্প যেন নিজেই এসে তাকে ধরা দেয়
পারুল কম কথা বলা মহিলাএটাই তার স্বভাবকিন্তু গত কয়েকমাস আরও কমে গেছে কথাশুধু কাজের মধ্যে ডুবে থাকে সেব্লাউজ সেলাই করতে করতে মাঝে মাঝে দীর্ঘশ্বা ফেলেনিজের স্তনের দিকে তাকায়স্তন না বলে বুক বলাই ভালোকোন চড়াই উতরাই নেইশুধুই সমতল
মাসখানেক আগে অপারেশন হয়েছে পারুলেরব্রেস্টক্যানসাররাখা যায়নিদু'টো স্তনই বাদ দিতে হয়েছে
কাজের ফাঁকে ফাঁকে বুকের ওড়নাটা টেনে ধরে পারুল



শোভন মণ্ডল