সাম্প্রতিক

6/recent/ticker-posts

ঈশিতা ভাদুড়ী





ঝাপসা কাচ




যে কোন মৃত্যুকেই 
ছুঁয়ে থাকে ঝরাপাতার ছবি। 
যে কোন মৃত্যুতেই 
সহসা শীত, আর, শেষ ট্রেনের প্রতিধ্বনি।

যে কোন মৃত্যুকেই 
জড়িয়ে থাকে আগুন।
আর, বৃষ্টির জলে মৌনমুখ। 

যে কোন মৃত্যুতেই 
ঝাপসা কাচ। আর, শ্বাসকষ্ট ভীষণ।



ঈশিতা ভাদুড়ী