বসন্ত
মনে হয় কিছু একটা থেকে গেল
সুদীর্ঘ শীতকালীন রাতের শেষে তার
কাছে যাই, মনে হয় এই সেই কল্পনার
গাছ
তাতে বেশকিছু স্বপ্নফল ঝুলে আছে
ফলের ভিতরের মাংসপিণ্ডের গায়ে
রক্তচন্দনের মতো লাল মেঘ লেগে আছে
মেঘ পেড়ে নিতে গেলে ফুলেরা বাধা
দেয়
প্রয়োজনহীন মনে হয় নিজেকে
নিজের ছায়াকে ছুঁয়ে দেখি ...
অন্ধকার আরো গাঢ হলে নড়ে উঠি
নিজের ভেতরে
স্বপ্নের ওপারের গান ভেসে আসে
এই বেশ ভাল বলে মনে হয়
রিমি দে