সাম্প্রতিক

6/recent/ticker-posts

সুধাংশু রঞ্জন সাহা



মাটির শপথ




বন্দুকের ট্রিগারে আঙুল রাখা রক্ত চোখ
টুকরো টুকরো করে সভ্যতার ইতিহাস
অনেক মানুষের বেঁচে থাকা লুঠ করে
যারা বাড়ায় অঢেল অঢেল সাম্রাজ্য,
পৃথিবী জুড়ে মুষ্টিমেয় মানুষ
অসম্ভব রৌদ্র-নির্যাসে মিশিয়ে দেয়
অবিশ্বাস আরছ ছদ্মবেশ

বারো মাস নিবিড় ক্ষত থেকে গড়িয়ে পড়ে
যন্ত্রণা আর আতঙ্কের অজ্ঞাতনামা

রাত আর দিনের দ্বন্দ্বে না গিয়ে
সত্য আর মিথ্যের ঝগড়ায় না ঢুকে
সুন্দরকে আগলে রাখার জন্য
যাবতীয় ঝগড়া, দ্বন্দ্ব সরিয়ে রেখে
চলো সবাই হাত মেলাই
হারানো রোদ্দুর আর স্বপ্নের খামার
ফিরিয়ে আনতে মাটির শপথ নিই


সুধাংশু রঞ্জন সাহা