সাম্প্রতিক

6/recent/ticker-posts

বর্ণালী কোলে:কবিতা

 



 গুচ্ছ কবিতা

 

বউ

 

উনুন পার

বড় হাঁড়ি,প্রেসার কুকার

কড়াই দশ নম্বর

পাটকাঠির দাউদাউ আগুন

তুষ

 

হরিনাম, কালীপুজো, অরন্ধন

আরও নানা শাঁখবাজানোউৎসব

দলবেঁধে সম্পর্ক, দূর-সম্পর্ক

টালমাটাল খুন্তি, আপ্যায়ন

জ্বালঠেলছেনীল আগুন

 

 

বাপেরবাড়ি

 

মা-বাবা নেই অনেকদিন

শুধু বৌদি- দাদা

ওদের জামাই নতুন

নাতনি নতুন

বাপির বাড়ি না গেলেই ভালো

তবুও যাই

ঠুকঠুক ঘুরি

খেলার মাঠ,নদী, ঠাকুরতলা, পড়শিমুখ

জন্মভূমি, আমি আজও তোমারই সন্তান

 

কিছুফুল, কিছুস্বপ্ন

 

সমীর ধরে ফেলেছে তার পিতাকে

ধরে ফেলেছে শতকরা পঁচানব্বই ভাগ

চাকরি ব্যাংক সংসার মেয়ে

একই আবর্তন

 

ইতিহাসের বই উড়ে গেছে আকাশে

উড়ে গেছে ঝুঁকে পড়া খাতা, কালিরস্বপ্ন

মাঝে মাঝে শোনা রেডিও গান

বিকেলের ক্রিকেট

ফেলুদা টেনিদা ঘনাদা

উড়ে গেছে সব

 

বৃষ্টিদিন, সমীরের কক্ষপথে

রেখেযেও

উড়েযাওয়া কিছু ফুল

কিছু স্বপ্ন

রেখে যেও

 

 

হাওয়া

 

মিনাদা মারা গেছে, বাবা বলেছিল

মিনাদা মানে বড়দার মামা

পুরো নাম জানতে কখনো ইচ্ছে করেনি

শুধু জানতাম, বড়মার দাদা

 

রোগা, লম্বা ফুরফুরে হাওয়া

হোহোকরে হাসি

 

মামা আসত

পাঁচিলের পাশ দিয়ে

সকাল নিয়ে

 



 বর্ণালী কোলে

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ