সাম্প্রতিক

6/recent/ticker-posts

অমিতাভ দাস:কবিতা:ব্যধি তাড়িত পংক্তিসকল

 


ব্যধি তাড়িত পংক্তিসকল




ভালোবাসা এখন এক মহৎ ব্যধি
ভালোবাসার ভিতর থেকে এখন আর উঠে আসছে না
সেই মহানিমগাছ, সমর্পনের আলো...
আদুরে একটা কাঠবেড়ালি...
ভালোবেসেছিলে বলেই তো তোমাকে কেটে পিস পিস
রেখে দেওয়া হল ফ্রিজের ভেতর।
ভালোবেসেছিলে বলেই তো আধ খাওয়া হুইস্কির গ্লাস,
কালশিটে শরীরের পাশে
ব্যথা নিবারণে মৃত্যুঘুম, ফাঁসির দড়িটি ছিল...
ভালোবেসে ভালোবেসে মরে যায় মানুষ কত।
ভালোবাসা অন্ধত্ব দিয়েছিল সত্য
যাকে যার কাছে যাওয়ার কথা যায় না বলেই,
সঠিক মানুষটিকে পায় না বলেই
এত যন্ত্রনার নিজস্ব আয়োজন।
ভুলে ভুলে সেজে ওঠে সাজানো বাগান...
ভালোবাসা শুধু শরীরের পাশে হিমপেঁচা
খিদে খিদে রাত-দিন, ওয়েব সিরিজ
ভালোবেসে অপেক্ষার দিন শেষ...
আঙুল জড়ানো প্রেম আর নেই...
ভালোবাসা এখন হিসেবের খাতায় লিখেছে কেবল
নিজের অহৈতুকী মৃত্যু পরোয়ানা...
এসো, এই অসুখের নগ্ন উদযাপন শুরু করি...

 


অমিতাভ দাস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ