সাম্প্রতিক

6/recent/ticker-posts

সঞ্জয় আচার্য: গুচ্ছ কবিতা:মুছে যাওয়া দিনগুলি


মুছে যাওয়া দিনগুলি



 

থালা

 

কখনও আমি , কখনও বড়দা

কখনও বা সেজ

থালাটির ভিতর ঢুকে পড়তাম মুখ গুঁজে

মা দিয়েছিলেন প্রথম কলকাতা আসার সময়

 

বেরিয়ে এসে ধোয়া মোছা

যত্ন করে তুলে রাখতাম আবার,

সে কথা কি মনে পড়ে,  আগামীকাল...?

 

 

বাটি

 

বাড়িতে একটি মাত্র কাঁসার বাটি ছিল বাকি সব পরিযায়ী,

সঞ্চয় করে রেখেছিলেন মা

আমরা পাঁচ-ছয় জন

 

বছরে একদিনই...

যার যেদিন জন্মদিন আসত

মা বেড়ে দিতেন পরমায়ু

 

 

গেলাস

 

গেলাসের ভিতর সমুদ্র দেখি

সমুদ্রের ভিতর অতল

ধীরে ধীরে তুলে এনেছি উপরে কতদিন

 

মধ্যাহ্ন অন্নের পর যেটুকু খালি থাকত

পূরণ করে দিত এই জীবন


 






সঞ্জয় আচার্য


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ