সাম্প্রতিক

6/recent/ticker-posts

শান্তনু ভট্টাচার্য

 



হয়তো একদিন 


              

হয়তো একদিন সবাই মিলে 

নিদ্রায় যাব ভালবাসার নকশিকাঁথায়;

জেগে উঠবো চন্দনের বনে

 

হয়তোবা কেউ থাকবে না নির্জনে

শুধু নেশাতুর চাঁদনি মায়ায়  

তৃষ্ণার্ত দুটো ঠোঁট- পাথরের বুকে জন্ম দেবে জলপ্রপাত 

 

হয়তো একদিন ময়দানি বিক্ষোভ ভুলে 

কফিহাউজের ইনফিউশন গন্ধে... কবিতার মতো

পৌঁছে যাব খালাসিটোলা 

 

হয়তো একদিন সমস্ত জামাকাপড় খুলে 

দাঁড়াবো বোধিবৃক্ষের নিচে...

 

হয়তো একদিন সবাই দেখবে,বুঝবে 

আমাদের কান্না, 

আমাদের অভিমান আর না-বলা কথা

সেদিন কেউ হাততালি না দিক- 

অবাঞ্ছিত বেহায়া বলবে না

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ