হয়তো একদিন
হয়তো
একদিন সবাই মিলে
নিদ্রায়
যাব ভালবাসার নকশিকাঁথায়;
জেগে
উঠবো চন্দনের বনে
হয়তোবা
কেউ থাকবে না নির্জনে
শুধু
নেশাতুর চাঁদনি মায়ায়
তৃষ্ণার্ত
দুটো ঠোঁট- পাথরের বুকে জন্ম দেবে জলপ্রপাত
হয়তো
একদিন ময়দানি বিক্ষোভ ভুলে
কফিহাউজের
ইনফিউশন গন্ধে... কবিতার মতো
পৌঁছে
যাব খালাসিটোলা
হয়তো
একদিন সমস্ত জামাকাপড় খুলে
দাঁড়াবো
বোধিবৃক্ষের নিচে...
হয়তো
একদিন সবাই দেখবে,বুঝবে
আমাদের
কান্না,
আমাদের
অভিমান আর না-বলা কথা
সেদিন
কেউ হাততালি না দিক-
অবাঞ্ছিত
বেহায়া বলবে না।
0 মন্তব্যসমূহ