মহীরুহ
অরণ্যে
হারিয়ে যেতে স্নিগ্ধ ছায়ার মুখ তুলি,
মাথার উপর
দাঁড়িয়ে বৃক্ষ মাতাল-
মুচকি হেসে
দেখিয়ে দিল অচেনা পথ
পঙ্কে পদ্ম
ফোটে । পাথরের তীব্র আঘাতেও
নদী চলে
মোহনায় স্থির
বুকের ভিতর
তখন অসংখ্য মাছ কিলবিল
রচনা করে
নিত্য নতুন পরিধি, নতুন খেয়াল।
আগাছা সরাতে
সরাতে অন্য দিশা-
যেমন আঁধার
পেরিয়ে চলে সূর্যের পথ
আমারও দেখা
হল, খুঁজে পেলাম সেই মহীরুহ
বিস্তৃত
ডালপালায় , মেঠো পথে বাস্তু ফুল-
মেঘের জলকণা
ধরে রেখে ছড়িয়ে দেয় ভূমে
পৃথিবীর
ক্লেদ, আবর্জনা , ঘৃণা– সব ফেলে
মাথা উঁচু
করে বেঁচে থাকার অনন্য প্রত্যয় ।
লিলি হালদার