সাম্প্রতিক

6/recent/ticker-posts

স্নিগ্ধদীপ চক্রবর্তী/জুন'২০২২

 


কালকবিতা


 

মঞ্চ আলো করে আছে কবিতার ছায়া

কবিতা লাজুকলতা— মুখখানি মায়া

না বলেই চলে গেছে, ফেলে গেছে ফুল

ব্যাজ, ব্যাগ, খণিজল, স্মারকপুতুল

 

এলইডির গুঁড়ো ঝেড়ে ফিরে যাচ্ছে চাঁদ

কবিতার বুকে তার নিশ্চয়নিকেত

জ্যোৎস্নার রসে ফোটে তারাদের খেত

ধান্যমদ ওঠে অবিনাশ...

                             

                       ডাডাবাদ

দিয়েছিল কবিতাকে সুর-রিয়ালিটি

দাদাবাদ এসবের কিছুই দেবে না

রসুনের যৌথ পরিবার: পিঠোপিঠি

ভাইবোন মাতৃষ্বসাতুতো— গোঁফে চেনা

 

কিন্তু যারা বেঁচেমরে জ্বেলেছিল চিতা

জীবনদহন তার অপার কবিতা

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ