সাম্প্রতিক

6/recent/ticker-posts

সমীরণ ঘোষ





 গুচ্ছ কবিতা

শিরোনামহীন

 

এক

 

অনুরাধাকে অনুরাধার ফ্রিলে দেখি ৬ নং গালিব স্ট্রিট

পাখিপোঁতা মাটির খাঁচায় দানার নক্ষত্র দিচ্ছে 

অনুরাধা। নীলিমা দিচ্ছে। খানখান। হাওয়ার হাপর

৬ নং গালিব-স্মৃতি ৩ নং অনুরাধার চুল কাচছে

আমলায়। এই ফনফনে। রাতের লেগুন

অনুরাধা নম্বর:২। ফ্যালফেলে। শসার চাকতি

১নং অনুরাধা ৫নং অনুরাধায় টং। শান্ত কুয়োতলা

বালতি থেকে আকাশ গড়নো ৪নং অনুরাধার টিলা

তপ্ত খামোশি। নীলিমা চওড়া হচ্ছে। তার 

স্তনের চেলোয় শুয়ে গোধূলিগালিব

 

 

দুই

 

অনুরাধা নম্বর:১ নলিকাটা হাঁসের ঝুমুর

কাঁইচি চালাচ্ছে মেঘে। ঝুরঝুর বাসন নামছে

ঝুরঝুর সাম্রাজ্য নামছে। সেজানের গতির আপেল

এই গড়িয়ে পড়বে। অনুরাধা নম্বর:৪ সামলে নিচ্ছে 

হলহলে গঁদে আর হাওয়ার হাতায়

৬নং অনুরাধা ট্রলিভরতি বনের এসরাজ

গোসাপের হাওদায় ঝোড়ো অনুরাধা নম্বর:৩

ক্যামেরা ঘুরছে। নীল সুরের কামিজ

অনুরাধা(২)এর লিপে টলকে যাওয়া গানের হামাম

 

 


 তিন

অনুরাধা নম্বর:৬ তারে মেলা আরম্ভের নীল

হাঁসকলে অনুরাধা খুলছে। পিঁপড়ে খুলছে

দরজার মাংসে খোলা হাঁসের মসলিন

অনুরাধা নম্বর: ১ জিভের জোনাকি থেকে

শান্ত লিচুগাছ। মেঘের চরকায় পেঁজা হাওয়ার সুতির

অনুরাধা নম্বর:৩ গানের পালিশ তোলা লাল

বহুরূপী। মাঠে মাঠে কাস্তে বুনছে। ঝুমঝুমি বুনছে

জৈব জ্বালানির স্মৃতি ২নং অনুরাধাকে দিচ্ছে 

গন্ধের হারানো বাসমতী 

অনুরাধা নম্বর:৪ ডানার মরচেয় ঝুরঝুর 

ছায়ার শিমুলে বসে অস্তনবীন বঁটি। রোগা লোহাকল

 

 

চার

 

কুচোনো সন্ধের দিকে হাওয়া। ছোটো তরফের

হাওয়া গঙ্গাফড়িং। মছলন্দপুর ঘেঁষে রবাব বাজছে

রেহেলও বাজছে। শ্লেটের অনুকম্পায় কুচো

অনুরাধা। কুচো আলখাল্লার সাদা। ম্লেচ্ছ গলিপথ

হাওয়াও ব্লেডের সরু। নীচু ধানে। চুড়ির ব্রোঞ্জের

সোঁদা। একফালি অনুরাধা ফুটেছে। কাটা  জিভের ফুরোনো নীচু গান

 

 

ট্রিগারে সামান্য চাপ। ঘুমের অফুরন্ত অনুরাধা 

স্ট্রবেরির নোনা আঁচে টিলার গম্ভীর 

ট্রিগারও ঘুমোচ্ছে। তর্জনী নির্লিপ্তির সাদা

অন্তরিক্ষের ছেঁদা ঘুমের টোটার লাল

পাখি ডাকে। খসখসে। শিস টিলার ফসিল

 

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ