সাম্প্রতিক

6/recent/ticker-posts

সৌরভ বর্ধন

 


 দুটি কবিতা

 

দরজা

 

 

জেগে থাকা চোখের দিকে তাকালে

বিস্তৃত মণি আরো সাদা জ্ঞানগর্ভ হয়ে যায়

 

খুলে রাখা ক্লিভেজের দিকে তাকালে

চাঁদের ওপিঠে মৌমাছি ডানা মেলে

 

---- এখন তো খোলাই আছে অন্ধকার

তবু আক্ষেপ হাতড়ে যায় অভিজ্ঞতায় 

 

বুনোওল ও সন্ধির রূপকথা দরজা খোলে

 

 

 

 ২

রিলেশনশিপ

 

 

সাইলেন্ট মোডে আসার পর ভেসে আসে ---

আপনার শব্দঋণ প্রবাহিত করুন প্লিজ...! 

 

পুরনো অক্ষিগোলক এখনও দেখছে আমায়

আমাদের বাঁধা মাচাঘর ----- দেখছে দেখুক

শব্দ করছে কেন আমাদের মৃত সন্তানসুখ ? 

 

রিরংসা থেমে থাক পথের দু-ধারে বিচ্ছেদে

হোক মসৃণ ---- আমিও ভাঙছি, তুমিও দিনদিন

ক্ষেপে উঠছো পেন্ডুলামে, সিমেন্টিং রিলেশনশিপ

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ