সাম্প্রতিক

6/recent/ticker-posts

রাহুল প্রামানিক

 


দুটি কবিতা

সংকল্প


অনেক পাড় ভেঙেছো , কর্দমাক্ত লালসা ভেসে আছে

 

যেটুকু গভীরতা ছিল তাতে বেনামী পলির স্তর জমেছে

নুড়ি , কাঁকর , বালি আর এঁটেলের গ্রাসে স্বপ্ন

সংকল্প ভুলে যাবার আগে একবার তোমার গন্ধ নিতে ইচ্ছে জাগে

নরম আবেগ ভরে গেছে লোমশ বুকের পাঁজরে

বিবর্ণতার বিরুদ্ধে যুদ্ধের শক্তি হারিয়েছি

আশ্রয় প্রার্থী ,সব হারাদের মতো শল্কমোচনের অভিনয়টুকু জারি আছে

 

জীবনের জন্য আর একটা জীবন মিশে যেতে থাকে

তোমার সবুজ আলিঙ্গণে জীবন্ত জীবাশ্ম হয়ে রয়েছি

আরো কাছে , আরো একটু পাশে ; আঙুল গুলো ধরতে চাই

 

              

 

স্বভাবসিদ্ধ


অস্থায়ী রং মশাল হয়ে থাকা সোনারপাথর বাটি

বাতাসের মধ্যে অপদ্রব্যের মতো মিশছে কালো চুল

ঢক্কানিনাদের উপস্থিতি বাড়ছে

টিউলিপের উরু উন্মুক্ত বেরং দৃশ্যত

বৃন্ত ধরে ভূমিকম্পের উপকেন্দ্র এঁকেছে

মথিত উদগীরণের জন্য আয়োজন প্রস্তুত  

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ