সাম্প্রতিক

6/recent/ticker-posts

পলাশ দাস

 

 দুটি কবিতা

কুকুর 

 

বৃষ্টির সমীকরণ হারিয়ে ফেলেছি, তাই 

প্রত্যাশী চোখ 

 

গলায় আড়াআড়ি বিঁধে থাকা কাঁটার 

এপাশ – ওপাশ দিয়ে গলে যাচ্ছে 

রাত আর দিন 

 

অপেক্ষার পাঁচিলে ঠেস দিয়ে বসে থাকে শরীর 

 

আর দুরন্ত কৃষ্ণনগর রোড  পার হয়ে যায় মন্থর কুকুর 

                                              



ঘামাচি 


কথা রাখলাম 

অর্থাৎ তোমার আশার পারদ ঊর্ধ্বমুখী ছুঁইছুঁই 

 

আরেকজন 

          আরেকজন 

                   আরেকজনও  

 

এইভাবে আশা রাখতে রাখতে  

আমি ল্যাদল্যাদে, বেঁচে আছি 

 

বেঁচেই আছি, শ্বাস ওঠা নামা করে 

ধকধক আওয়াজ 

ব্যস ওটুকুই 

 

আঙুলগুলো মরা ডালের মত 

মাথার চুল আর নাড়ানো ঘাস   

ফারাক মাত্র রঙে  

 

কথা রাখতে রাখতে রাখতে রাখতে 

ল্যাদল্যাদে বেঁচে আছি 

পিছন ফিরে দেখি 

যে যার ঘামাচি নিয়ে ব্যস্ত রাতদিন  

                                           



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ