আমিত
একটা অস্ট্রিচপাখির পালক আমার
হৃদয়ের চেয়ে ভারী এই অভিযোগে রাক্ষস আমিত
আমার হৃদপিণ্ড'টা খেয়ে নিয়েছে, আমার আর
কোনও হৃদয় নেই, কোনও স্বপ্ন, ইচ্ছা, কবিতা
আমার যাওয়ার'ও কোনও পথ নেই, সামনে বা পিছনে
শুধু দীর্ঘ ঝুলে থাকা, এক প্রকাণ্ড প্রশ্নের সামনে
উত্তর এক অনন্ত অপেক্ষা, আছি কী নেই
তবু দিব্বি বেঁচে আছি, বেঁচে আছে আমার আত্মা
হৃদয়হীন, বোধহীন, স্বপ্নহীন এক জড়, অমর
আমার বিচারের ভার এখন কে নেবে ওসাইরিস
--------------------------------------
ছবি ঋণ: গুগল
1 মন্তব্যসমূহ
তোমার সেরা কবিতাগুলির মধ্যে একটি
উত্তরমুছুন