সাম্প্রতিক

6/recent/ticker-posts

মানসী কবিরাজ

 


জলসত্র


 

হয়তো দুবেলা মেপে মেপে দানা

 আর 

জল ছুঁড়ে দিয়ে

কেউ তাকে পুরে দেবে সোনার খাঁচাতে ;

কেউ বা মনিবি সুরে ঘষে ঘষে 

উঠিয়ে ফেলবে তার 

নরম ভেলভেট 

কিংবা

 দিন কয়েক , মিছরির ছুরি দিয়ে সর তুলে খেয়ে 

অতঃপর

ডানাখানি ছেঁটে ,

ছুঁড়ে দেবে পিঁপড়ের পাতে

 

তবুও ,

উষ্ণ নরম বুক নিয়ে

ডিমে ব’সে তা দেয় মা

উড়তে শেখায় !

--------------------------------------

ছবি ঋণ: গুগল




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ