সাম্প্রতিক

6/recent/ticker-posts

প্রনব রুদ্র



গুচ্ছ কবিতা



উনুনের পাশে

পাখি ডাকছে হাঁটু জলে
গরু খাচ্ছে কাদা পচা ঘাস 
নাকের তলায় মক লকডাউন খেলা
বাড়ছে জন্ম-মৃত্যু সংখ্যার ঘুপাচুপ
হচ্ছে হৈ চৈ পাল্টাচ্ছে বিশ্বরূপ

প্রেমিকের স্বাদ বদল বাসনার মতো
নাভিমূলে রাষ্ট্রের যুদ্ধ যুদ্ধ প্র্যাকটিস

রাষ্ট্রে রাষ্ট্রে এভাবেই পুতুল বিয়ে হোক

বোকারা দেশাত্মবোধে উঁচু রাখুক গর্দানের মাংস




ঐতিহাসিক

কতটা প্রেম রক্তে মিশলে
প্রেমিকার বৃষ্টি সুখের স্বেদবিন্দু
গায়ে গন্ধ হয়ে ভাসে

কতটা দু'হাতে চাপলে বুকের সাথে বুক
ঠোঁটে ঠোঁটে চোখ বন্ধ থাকে

গড়িয়ে যে ঘামগন্ধ হৃদপিন্ডে মেশে
তাকে দূরত্বই জাগিয়ে রাখে

ভালোবাসা কি জানি না
দর্শন-তত্ত্ব-কাব্যতা গুলিতে ফুটে যাক

এই অমোঘ গন্ধের পাদমূলে
শত সাগর শুকানো যৌবনরস 
চিক্ চিক্ বালুতট নিয়ে দাঁড়িয়ে থাকে
কোনারক খাজুরাহোর মতো




সংকটাময় 

প্রতিদিন ফুরানো জীবন পানপাত্রের আসরে
অনুরোধে গলাভেজায় দ্বিধাদ্বন্দ্বের স্বজন বিষ

বনফুল বেড়ে ওঠে এমনি দারুণ মনোরম 
কয়েকটি নীলপদ্ম ও তৃণঘাসে লালশালুর শর্টসার্কিট

ধীর পায়ে চোখের ক্লান্ত তারা
শহর শোনায় অতীত ভেড়াযাপন
কী ভীষণ অনিশ্চিতভাবে বাঁচে মানুষ!
সেলাই করে জুড়ে রাখা সুখগুলো
নড়বড়ে ব্রীজের মতো
বর্ষা বৃষ্টিকালে কাঁপতে থাকে

অভ্যস্থ দৃষ্টিস্পর্শে তিনটি নারকেল গাছ
কেরালার কোন গ্রামে অথবা তামিলনাড়ুর কোন উপকূলে
অথবা আন্দামান বা লাক্ষাদ্বীপে বা আমার জানালা পাশে
কাক বক চিলকে নিয়ে দাঁড়িয়ে থাকে




 চুম্বক চুম্বন 

অনুভূতি বুকে খোলস পাল্টায় প্রতিনিয়ত
কালো মুহুর্ত সব আগাছার মতো
বড়ো হতেই দু'হাতে তুলছি অবিরত

চোখে ডোরাকাটা অভিমানী অপেক্ষা

বেশি দূরত্বের আলিঙ্গন কুয়াশার মতো
এই বুঝি পেলাম পথ
আবার হারালো ঘুড়ির সুতো

পালাবো কোথায় কতদূর
শরীর মৌচাকে চৌরাসিয়া সুর

থেকে যাবো ঠোঁটের ঝোল ঝালে
ঘরে টিকটিকির খসে পড়া লেজের বাড়ন্ত ভাগে
সংসারে বালিশে নালিশে মাকড়সার কালি ঝুল জালে