সাম্প্রতিক

6/recent/ticker-posts

অক্ষয় কুমার সামন্ত



  তিনটি কবিতা



ভালোবাসার কথা

চোখ আর গাছের পাতা দুজনেই মনের কথা বলে।
একজন তৃষ্ণাতুর আরেকজন ছায়ায় হৃদয় ছুঁয়ে চলে।

যে ভালোবাসতে জানে সে তো অনেকেরই হয়
যেরকম বৃষ্টিও দুজনের স্পর্শ মেখে রয়।

মানুষ, তুমি শুধু বিশ্বাসঘাতক হয়ে রয়ে গেলে।

একাকিত্ব

'আকাশ' শব্দটাকে নিয়ে
যতোবারই আকাশ রচনা করেছি
ততোবারই সেটা বাড়ির ছাদ হয়ে গেছে
আকাশের মতো সুবিশাল হয় নি।
চোখ দিয়ে বিলাসিতাকে যতোই আস্বাদন করছি
ততোই একলা হয়ে পড়ছি।

আসলে মানুষের চারপাশে মানুষের ভীড় দেখে
একাকিত্ব চেনা যায় না
হৃদয়ের খোলা মাঠে তার প্রতিধ্বনি ওঠে।

আলিঙ্গন

হৃদয়, তুমি শুধু আমারই হও।
যদি সারা পৃথিবী আমাকে চিনতে না পারে
আমি দুঃখ পাবো না;
শুধু তুমি আমাকে ছুঁয়ে থাকো
আমি মৃত‍্যুতেও বিচলিত হবো না
তোমাকে আলিঙ্গন করেই জেগে থাকবো
               এই ব্রহ্মাণ্ডে।