সাম্প্রতিক

6/recent/ticker-posts

তিলোত্তমা বসু




মৃতসঞ্জীবনী 




কদিন এমন করে কেটে যায় পলক পড়ে না
জিজ্ঞাসাচিহ্নের মতো লোকজন আহ্নিকগতির কাল চুরি করে উড়ে যেতে চায়  একাবোকা হাজার কিউইপাখি কুয়োর ভিতরে শুধু ব্যাঙেদের ছোটো ছোটো লাফ ,
শ্যাওলা-সাঁতার এ গ্রহ নজরবন্দি


ক্রমে আর্তনাদ চুপ হয়ে আসে জল দিয়ে গিলে ফেলা দারুণ উদ্বেগ নিজেকেই গিলে ফেলা নয় ? আগুনে বরফে আর তফাৎ তো নেই
 ইচ্ছের সমাধিক্ষেত্রে এ কেমন  হাওয়া বয় ! কেউ কারো নামই জানে না যেন  
নিজের পালকে গুঁজে মুখ মুহূর্তকে শুধু
 রাখছে বাঁচিয়ে ছাতারপাখিরা


দু অক্ষরে সেই শব্দ --- ভয় পাই  যাকে বিপরীতে সরে যেতে চাই জন্ম ... জন্ম হোক বাদামের বনে এসে দেখা হোক দুজন মনের বরফের বহু নিচে তারা ... যেন জেগে ওঠা সালোকসংশ্লেষ  
সূর্যের ক্ষমার আলো যদি এসে পড়ে
 আবার কখনো ... সুন্দর চাবির রিঙ কেনাবেচা  শুরু হবে এ বন্ধ শহরে


হলুদ মোটর কার পিছু নেবে সুন্দরী টোটোর ,
কাজ রাখো , সরে এসো কাছে .. “ – পুরুলিয়া 
বলবে কাঁথিকে এ ভাবে ফিরবে দিন ...
 যেভাবে কবিতা ফেরে নির্জন দুপুরে , অক্ষরের কাছে ফের চেনা চেনা লাগে দেখেছি কি
 পূজোর সময়... ও জগৎধাত্রীরূপে ?


জানি আছ জানি তোমারও  কষ্ট হচ্ছে খুব
ঝড়ে ভাঙা ঘর তুলছ আবার মই বেয়ে উঠে ,
ঝুঁকি নিয়ে সারাচ্ছ আকাশ চিকিৎসকের ডিউটি দিয়েই যাচ্ছ রাতভোর বিষুবরেখা
দুই হাতে আগলাচ্ছ প্রাণপন তুমি
 বিশ্বাস বেঁচেই আছে ঝড়ে ভাঙা ঘরে ,
 ভোরের নমাজ হয়ে  --- মৃতসঞ্জীবনী !


 তিলোত্তমা বসু