দুটি কবিতা
আমাকে তুমি কোথায় দেবে
ঠেলে
এ পথে তো পথ-ও ভীষণ
খাড়া
পাহাড় আছে, খাদ-ও আছে
বাতাস দ্যাখো তীক্ষ্ণ
তোমার মতো
এই পথে তুমি কোথায় নেবে
ঠেলে
কোন আশায় এমন হাঁটছি
ছন্নছাড়া
ধুলোবেলা
চলার মতো সহজ কিছু ভাবো
সহজ হোক আমাদের পথচলা
হঠাৎ দেখো সোমত্ত কোনও
পায়ে
জ্যোতির্ময় মুখোপাধ্যায়