সাম্প্রতিক

6/recent/ticker-posts

তনুশ্রী পাল




নিমফুল



                                

তুমি এক সহজ উঠোন ধারে
ওষধি নিমফুল! পুরনো বাকলে
ভাঁজ, পল্লবের স্মৃতিতে খোঁজো
তরুণ প্রাণের সুর 
সতেজ উল্লাস 
 কবেই তো খসে গেছে সপ্তপর্ণ ,
ঝরে গেছে নাচ, দূরে চলে গেছে কবে
ভ্রমর গুঞ্জরিত তপ্ত দুপুর  ...
তবু তুমি অপেক্ষা জানালার দুর্বোধ্য 
ফ্রেম... বিব্রত সন্ধ্যায় একা ‘অশোক কানন’

মাগো কেন তুমি স্বপ্নে আনো
ভীষণ নতুন এক আনোখা সকাল
নতুন বাকল, সূর্যময়
রজনীগন্ধার !



 তনুশ্রী পাল