সম্পাদকীয়
আমরা এখন এক অস্থির সময়ের মধ্যে দিয়ে
যাচ্ছি। চারিদিকে আগুন জ্বলছে। বিভিন্ন রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যেও চলছে
একাধারে প্রতিবাদ আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন। NRC বা CAB এর প্রতিবাদ হোক।
কিন্তু আন্দোলন বিক্ষোভের এই রূপ আমরা দেখতে অভ্যস্ত নই। শান্তিপূর্ণ প্রতিবাদের
বদলে এই জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ধর্মীয় সম্প্রদায়কে লড়িয়ে দেওয়া রাজনীতি সমস্যার
সমাধান নয় । বিভিন্ন রাজ্যে আন্দোলন বিক্ষোভের কারনও আলাদা। ভালো করে না জেনে বা
বুঝে আন্দোলনে নামছি না তো? এইভাবে সরকারি সম্পদ পুড়িয়ে কার লাভ হচ্ছে ? একদিকে
পাসপোর্ট বা ভোটার কার্ড যদি নাগরিকত্বের
প্রমান হয় তাহলে এত সবের কি প্রয়োজন? হিন্দু মুসলিমের বিভাজন কেন? ট্রেনের যাত্রীদের
ওপর পাথর ছোঁড়া এসব কি ধরনের প্রতিবাদ ? মানুষ রাস্তায় বেরোলে, ট্র্যাভেল করলে কখন
ফিরবে তার নিশ্চয়তা নেই । এইরকম বিক্ষোভ দেখিয়ে কার ক্ষতি করছি আমরা ? আইন যখন পাশ
হলই সাধারন মানুষকে বোঝানোর দায়িত্ব কার? সমস্যা যেমন গভীর সমাধানও সহজ নয়। সকলকে
অনুরোধ শান্তি বজায় রাখুন , ধর্মীয় বিভাজন আমরা কেউ চাই না।
বিভিন্ন এলাকায় নেট বন্ধ করে দেওয়া
হচ্ছে। আমাদের ওয়েব পত্রিকার কাজ তো নেট ছাড়া হয় না। ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেলে কাজ কিভাবে হবে ?
সময়ে পত্রিকা বের করব কী ভাবে? প্রকাশ হলেও পাঠক পড়বেন কিভাবে ? এই সব মাথায় ঘুরপাক খাচ্ছে । তার মধ্যেও কাজ করে যেতে হচ্ছে।
জানি না কেমন হল এই সংখ্যাটি। আপনারা (যাদের পক্ষে সম্ভব) পড়ুন এবং মতামত দিন ।
শীলা বিশ্বাস
ডিসেম্বর'২০১৯