সাম্প্রতিক

6/recent/ticker-posts

ঋতুপর্ণা ভট্টাচার্য




দিম্মি আর তুতানের একটা দিন

পাটভাঙ্গা শাড়ি পরে চুলটা গুছিয়ে বাঁধলেন অনামিকা সেজেগুজে থাকতে হবে জন্মদিনে নাতনির হুকুম কিন্তু সন্ধ্যে গড়াচ্ছে, দেখা নেই কেন তার?
রাত আটটা নাগাদ হন্তদন্ত হয়ে ঢুকল তুতান প্রতিবছরের মত এবারেও হাতে দিম্মির জন্য কয়েকটা নতুন বই বৃদ্ধাশ্রমের জীবনে সেই বইগুলোকে ছুঁতে আরাম লাগে, যেমনটা লাগত ছেলেকে হাত ধরে যখন পার্কে নিয়ে যেতেন অনামিকা কিম্বা তুতানের ছোটবেলায় যখন হাতে হাত রেখে ঘুরে ঘুরে নাচ করতেন দুজন মিলে   
“এত দেরি করলি কেন আজ আসতে ?” বলতে বলতে বইগুলোর মলাট দেখে থতমত দশা তাঁর 
“এইগুলো ডেলিভারি দিতে এত লেট করল পাবলিশার!
অনামিকার লেখা গল্পের খাতাটা কবেই চুরি করে নিয়ে গেছে তুতান খেয়ালই করেননি তিনি যেমন করে একসময় কৌটোর চিনি লুকিয়ে খেয়ে যেত মেয়েটা !
চোখের জলে ভেসে ঠাকুমা নাতনিকে শুধু বলল, “দুষ্টু মেয়ে”।
সেই জলে তখন প্রতিবিম্বিত হচ্ছে নতুন গল্পের বইয়ের ওপর খোদাই করা একটি নাম, “অনামিকা মিত্র”!


                                          ঋতুপর্ণা ভট্টাচার্য