।। রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দ্বিষো জহি।।
এবং সইকথার তৃতীয় সংখ্যা প্রকাশিত হচ্ছে এমন একটা সময়ে যখন চারিদিকে পত্র পত্রিকার পূজা বার্ষিকী প্রকাশের ডামাডোল চলছে। এদিকে মা দুগ্গা সন্তানসন্ততি নিয়ে বাপের বাড়ি এলেন বলে। এখন কৈলাশও শূন্য হবে। ত্রিকালদর্শী শিব কি এবার ধ্যানে বসবেন? তিনি বসুন বা না বসুন সৃজনী মানুষ কিন্তু এবার কিছুটা ফুরসত পাবেন আর তারিয়ে তারিয়ে তার সন্তানেরা কেমন মামা বাড়ির পাঠকের আব্দারের পরিবেশিত হচ্ছে তা উপভোগ করবেন। চারিদিকে বিভিন্ন মানের বা মাপের পত্র পত্রিকার ছড়াছড়ি। স্বভাবতই প্রশ্ন আসে এখানে যা পরিবেশিত হয়েছে তার চমৎকারিত্ব নিয়ে। ছোট বড় মাঝারি শব্দচর্চাকারীদের মধ্যে আগস্ট মাস পর্যন্ত সম্পাদকদের কাছ থেকে একটা চাপ থাকে। তবু অনেকেই লেখা দিয়েছেন। সকলকে এবং সইকথা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। জানি না কতটা মান বজায় রাখতে পারলাম। আমরা যথাযথ চেষ্টা করেছি। এ সংখ্যায় কিছু ভ্রমণ মূলক রচনা প্রকাশ করলাম আশা করি পাঠকের ভালো লাগবে। অন্যান্য বিভাগের সাথে সাথে কিছু বিদেশি কবিতার অনুবাদও পরিবেশিত হল। পত্রিকাটি পড়ে দেখুন আর আমাদের মতামত জানান। আপাতপ্রতিষ্ঠিত লেখকেদের পাশে আগামীর লেখককে চিনে নিন। একটা ওয়েব পত্রিকার পাঠকের কাছে সম্পাদকের এর বেশি কী আর চাওয়ার থাকতে পারে। শারদীয় উৎসব সকলের ভালো কাটুক। এবং সইকথার পক্ষ থেকে সব্বাইকে আগাম শুভেচ্ছা ও ভালোবাসা।
শীলা বিশ্বাস
২২.০৯.২০১৯
শীলা বিশ্বাস
ওয়েবজিনের সঙ্গে যোগাযোগের ঠিকানা
Ebongsoikotha@gmail.com