সাম্প্রতিক

6/recent/ticker-posts

সমর্পিতা ঘটক



এলোমেলো মুখ




নাটমন্দিরে ভেজা ফুলের মতোই 
পড়ে আছে কিছু এলোমেলো মুখ, 
আরতির তাপে জেগে উঠবে কি না জানি না! 
আধোচেতনায় জড় করি সেসব মুখচ্ছবি, 
বুকের কাছে তুলে আনি দু হাতে, 
ঝুরি-শিকড় নেমে যায় মন্দিরতলা পেরিয়ে, 
নোনা মানচিত্রের ওপর হই নতজানু, কিছুক্ষণ... 
ছিঁড়ে যায় ঘোর, মেল ট্রেন হাঁক দেয়...
এ ফোঁড় ও ফোঁড়... 
ভাঙা ছেঁড়া চাঁদ টুকরো হয়ে পড়ে থাকে লোহার পাতে,  
চাঁদ-ভাঙা জলে ভিজে যায় নীল গ্ৰহ, দূরবিন চোখ, 
আনচান ভোর দানা বাঁধে মাথার ভেতর। 




সমর্পিতা ঘটক