সাম্প্রতিক

6/recent/ticker-posts

তুষ্টি ভট্টাচার্য




ত্রুবাদুর 

)
বন্ধ্যা মেঘের পাশে কিছু জারজ অক্ষরের দিকে তাকালে
এখন মনে হয়এক উচ্চকিত ভাঁড়ের কাহিনি শুনছি
জ্যাক নিকলসনের স্মৃতি নিয়ে উড়ে চলেছে এক বাদুড়-মানুষ
ঠোঁটে তার সবুজ রঙের পাশে রক্তলাল-
তোমাদের হাসি পায় না ত্রুবাদুর?

)
তিনি নেই, তবুও মেঘনা নদীর মাঝি তাঁরই কথা বলে
দীর্ঘদেহী সেই পুরুষের দীর্ঘশ্বাসে চাকা ঘোরে
আর কুমোরের কলসি ভরে ওঠে জলে
পোয়াতি কুমোর বউ, হাতে তার হিলহিলে লাউডগা-
অবশেষে মধুমতী নদীর বুকে ব্যাপক ছড়িয়ে পড়ে স্বাধীনতার স্লোগান
ত্রুবাদুর ফিরে আসেন।



তুষ্টি ভট্টাচার্য