যদি পারো
সমীকরণের লোভে ভেঙেছিলে সমস্ত নির্মাণ
অবসন্ন পাখিদের ঠোঁটে
শস্যদানা নয়
দিয়েছিলে আগুনের স্মৃতি
দু ‘চোখের মণি ও পাতায়
কিছু অবিশ্বাস দিয়ে
ভেবেছিলে খাঁচায় ফেরাবে
যে ডানা ছুঁয়েছে ওই নিসর্গের সুখ
তাকে তুমি কতদিন বাঁধবে শিকলে
রাজার সমাধি থেকে একটু দূরেই
চিত্রময় রঙিন মাদুরে শুয়ে
যে নারী জরিপ করে রাতের আকাশ
তাকে তুমি বশ্যতা মানাবে
যাও যত্নে রাখা ছেঁড়া বেনারসি
এলাচের গন্ধমাখা মেঘ
আর শব্দহীন বাঁশি নিয়ে
যদি পারো ফিরে যাও
নদীর উজানে
ছায়াযুদ্ধে জয় কোন জয় নয়
শুধু এক মলিন শূন্যতা