ডানা
জীবন্ত মানুষকে উড়ে যেতে দেখেছি আমি,
ঘরদোর ফেলে কেবল খড়কুটো নিয়ে উড়ে গেছে যে
সে আর ফিরবে না কোনও দিন,
দোয়াতে কলম ডুবিয়ে লিখবে না চতুষ্পদী
মাঝরাত্তিরে,
আমি জানি...
মঙ্গল অমঙ্গলের কথা ভেবে রাখবে না ব্রত
বেস্পতিবার,
ডানা গজিয়ে ছিল তার, একটু একটু করেই...
খায়নি ওষুধ,
দেখায়নি ডাক্তার,
প্রতিবেশীরা ডেকে আনল ওঝা যে রাতে,
সে রাতেই শেষ প্রহরে উড়ে গেল সে
কাউকে কিছু না বলে, সংসার-জন্ম ফেলে...
সমর্পিতা ঘটক