সাম্প্রতিক

6/recent/ticker-posts

সুমন দিন্ডা






দুটি কবিতা 

সংঘর্ষ

তোমার আমার সম্পর্ক চাঁদ আর সূর্যের মতো নয়
একজনের সাথে অন্যের চিরকাল আড়ি
এমনকি মেঘ আর আকাশের মতোও নয়
যেখানে একজনকে অন্যের ওপর বেঁচে থাকতে হয়
একটা গোয়েন্দা গল্পের মতো উত্তেজনাকর নয়
কিংবা রোমান্টিক সিনেমার বিনোদনও নয়
চোখের দিকে তাকিয়ে কাটানো সময় তো নয়
নেশার মতো দূরে সরে থাকতে না পারাও নয়
হয়তো বর্ষায় রেনকোটের মতো প্রয়োজন
কিন্তু বেশিক্ষণ জড়িয়ে রাখার মতো নয়

তুমি আর আমি 
এক ছাদের নীচে থাকা আরশোলা আর টিকটিকি 
প্রচন্ড সংগ্রামে বেঁচে থাকি 
একে অন্যের দিকে তাকিয়ে



২.
মুক্তি

যখনই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাই নিজেকে বাতাস বলে মনে হয়। নতুন বৃষ্টি এসে গলিয়ে দেয় যত লৌহশোক। নোংরাগুলো ভেসে চলে ঢাল বরাবর। গড়িয়ে চলা আকাশে জড়িয়ে থাকে ছেঁড়া রোদ। সাত জন্মের বন্ধনকেই নাকি সংসার বলে। অর্ধেক পথে যদি হাঁপিয়ে পড়ি, যদি চলার ইচ্ছে না থাকে তবুও দাঁড়ানোর উপায়টুকু থাকে না। যতই আশা করুক ঘুড়ি একা কখনো শূন্যে উড়তে পারে না। অতএব সন্ধ্যার অন্ধকারে গুটি গুটি ঢুকে পড়তে হয় কাকের বাসায়। পরাধীনতার জ্বালা কখনো কখনো মাঝরাত বিছানায় এলোমেলো হয়। শুধু প্রজন্মের দিকে চেয়ে নতুন ডাকে জাগতে থাকে ভোর। 





 সুমন দিন্ডা