সাম্প্রতিক

6/recent/ticker-posts

শিবব্রত দেওয়ানজী

অগস্ত্য নাভির খোঁজে





গতকাল সন্ধ্যাবেলায় এসেছিলেন
দাওয়ায় অনেকক্ষণ বসেছিলেন
তামাক খেলেন বার তিন চার
লন্ঠনের আলো আগলে
কবিতা পাঠের সভা
আমরা জনা চার কিংবা পাঁচ
সারাক্ষন একজন কবি
তাঁর কবিতা শুনিয়ে গলেন
নক্সা আঁকলেন ডালপালায়
হঠাত ভালোবাসার পাঠ শেষ করে
ধীর স্থির শব্দহীন পদক্ষেপে
সন্তর্পণে বদ্ধ খিলান খুলে
ভোরের দিকে তিনি চলে গেলেন
অগস্ত্য নাভির খোঁজে



শিবব্রত দেওয়ানজী