সাম্প্রতিক

6/recent/ticker-posts

সত্যপ্রিয় মুখোপাধ্যায়



দুটি কবিতা


তোমার স্তনের মতো

তোমার স্তনের মতো রহস্যময়
এই পৃথিবী
কিছু নেই অথচ কত কিছু
তোমার যোনির মতো রজস্বলা
প্রতিনিয়ত ফুটিয়ে চলেছে ফুল


আমি কেন চলে যাবো ভাবি


আবার নদীর কাছে যেতে হবে প্রিয়
অনেক ক্ষমার মন্ত্র তার কাছে শিখে নিতে হবে
তবে ফের নদী হওয়া যায়
তবে ফের নদী হওয়া যাবে
আবার নদীর কাছে যেতে হবে প্রিয় 

ত্রিওলে



গতবার তুমি এসেছিলে ফাল্গুনে
তখন এখানে রৌদ্র বেঁধেছে ঘর
ভরা বর্ষায় এবার এসেছ জুনে
গতবার তুমি এসেছিলে ফাল্গুনে
জলের হদিশও ছিল রৌদ্রের ভ্রূণে
অন্য ঋতুতে এসেছ অতঃপর
গতবার তুমি এসেছিলে ফাল্গুনে
বৃষ্টি তো ছিল --- সঙ্গে এনেছ ঝড়



সত্যপ্রিয় মুখোপাধ্যায়