সাম্প্রতিক

6/recent/ticker-posts

প্রণব বসুরায়



দুটি কবিতা

নতুবা

 

বয়ে যায় অজস্র হাওয়া

মনে পড়ে ঝাঁপনের-কাল

 

ভাবি মনে বাজছে সেতার

দূরে কেউ খুলল বেতার!

 

এলোমেলো হাওয়া আজ বড়ো

সামনে পাঁচিল, চেপে ধরো

 

আমি যাব সন্ন্যাসীর বেশে

লুকিয়ে রেখো তো কালো কেশে

 

রাজি আছো, রাজি আছো? বলো...

নতুবা সাগর মুখে চলো


 ২

ডেকে দিও, প্লিজ


ক্ষত কতটা গভীর হলে ভেষজ ব্যর্থ হয়ে যায়

আবাল্য প্রেমিকার কাছে সেই পাঠ বুঝে নিতে

যে পরিমাণ চওড়া হতে হয় বুকের বহর, তা

আয়ত্ব করা সুচারু ব্যায়ামবিদের লক্ষ্য...

 

আমি এক হেরো মানুষ, পাঁক ঘাটি পদ্মের খোঁজে

এ বাবদে আমি সাপও দেখেছি, কিন্তু ডরাই নি,

 

 

বরং ভেবেছি সাপ কেন পদ্ম ডাঁটায়--সেও কি 

মধু খেয়ে স্ফীত হয়

নাকি শুধুই আশ্রয়, কিছুটা সহবাস!

 

ঘুমের আগে এই সব পংক্তিমালা দূষণ ছড়ায়--

তাই ছিঁড়ে ফেলি সব শব্দ, অনুগল্পগুলি...

 

সবুজ গাঢ়ত্ব পেলে, একবার ডেকে দিও,প্লিজ

 



প্রণব বসুরায়