সাম্প্রতিক

6/recent/ticker-posts

বিশ্বজিৎ বাগচী


 
রহস্য গন্ধ মেখে এসো


              

সমর্পণ আমার ভালো লাগে না, বরং
রহস্যগন্ধ মেখে এসো, ভিন্ন পরতে
আলো, অন্ধকার, আবছায়া সরাতেই
ফিরে আসে আগুন মাখা যুদ্ধজাহাজ,
লুপ্ত ভালোবাসা, যে রহস্য
বুঝিনি এখনো, ওই কপালের
নদীটি রক্তে রাঙিয়ে প্রভূত আনন্দে
দাবী রাখে সামাজিক অসুখসমূহ

রহস্যগন্ধ মেখে থাকে বলে অরণ্যে
আজো উৎসাহে আপ্লুত হই, যা কিছু
ছোটখাটো লোভ
ওতপেতে ছিল, ফুৎকারে
উড়িয়ে দিয়েছো তুমি অসীমের দিকে
না পেলেও কিছু
স্বপ্নের আবেশটি একান্ত অধিকার
সে তো গর্ভ থেকে ছুঁয়ে আছে তোমার হৃদয়

 বিশ্বজিৎ বাগচী