সাম্প্রতিক

6/recent/ticker-posts

কৌশিক সেন:কবিতা

 



গুচ্ছ কবিতা


রাতপোশাক


খুলে রাখি

নিভৃত নয় ওয়ি নিটোল কাহিনী

নীলাভ অন্ধকার

অনাবিল আনন্দের সরোবরে

কানভাঙা কলসি বুঝি,

ঘাটে ঘাটে স্থবির সাবানদানি

তবুও ডিমলাইট,

মালিনীর দেহনিঃসৃত জ্যোৎস্না যেন

পলকের ছাপ লাগা নিবিড় ময়শ্চারাইজার।

তবুও সেক্সটয়

বিষণ্ণতায় ফেলে যাওয়া

বিলাপের ডগস্টাইল যেন!

খুলে রাখি,

বেদনায়ও ভিজিনা এখন।

 

ফল


মেঘ নয়, নিশানালব্ধ ফল এ

রসালো, বীজহীন

বর্তুলখণ্ডে চাপ চাপ পলিমাটি

বিষণ্ণতায় বেড়ে ওঠা উদ্ভিদ

ডাল মেলে, পালা মেলে

রোদে রোদে বেড়ে ওঠে ফল

রসালো, বীজহীন

বিশুদ্ধ ফল এ, মিলে যায়

প্রাণের হারামে,

দূর করে বিষাদ

বহুদিন পুষে রাখা

বেদনার কোষ্ঠকাঠিন্য

 

ঝরে পড়ে নিষাদ নিশানায়

রসালো, বীজহীন……

লাগলে বোলো

এনে দেবো তোমাকেও।

 

রক্ষিতা


সঙ্গমের ইচ্ছে চলে গেছে বহুদিন

তাই তোমার কাছে যাইনা আর

বাতাসের গায়ে পিঁড়ি পেতে ঘুঘু গুনি

রাম, দুই

আকাশের গায়ে আসন বিছিয়ে তারা গুনি

চার, পাঁচ

চায়ের খাকিতে ভরে যায় চৈত্রমাস

মাকড়সায় ভরে যায় ছাকনির জাল

সঙ্গমের ইচ্ছে চলে গেছে, তবু

চায়ের জলে আজও ফুটন্ত এলাচ

বিরহের বুদ্বুদ ওঠে রোজ

বহুদিনের কানাগলি ভরে যায়

গুগ্গুলের ধোঁয়ায়

বিশালাক্ষীর জলচৌকিতে নিবিড় ঘুণ

টালির চাল চুইয়ে শোক ঝরে রাতভর।

সঙ্গমের ইচ্ছে চলে গেছে, তাই

কলপাড় ধুয়ে রাখা স্নানের আদলে।

 


কালসর্পদোষ


লতানো সাপ উঠে গেছে চিলেকোঠায়

তারপর ঘরবাড়ি ঘরবাড়ি

নীলাভ গুঞ্জন

নরম রোদের ভিতর

গাভীন হয়ে আসা কাচপোকারা

কখনও এসেছিল কেউ, গুপ্তিপাড়া থেকে

নিভুনিভু হ্যারিকেনে

পোশাক বদলেছে বারবার,

 

তক্তপোষের নীচে রেখে গেছে সাপের চুপড়ি,

গোপনে।

তবুও তো ঘন হয় রাত

বিলি কাটে প্রভাবিত পাতারা

পাঁজা ইঁট থেকে সর্পিল নেমে আসে

অযথা কিছু রিপুভার

বিষ চড়ে, বিনা দংশনেই।

 





-

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ