কবিতা
সমর্পণ
মা বলতেন, মহামায়ার থালা
শূন্য রাখতে নেই
কোনভাবে
আমি ফুল রাখি, ফল, মিষ্টি
তুলসীপাতা, অগুরু, শ্বেতচন্দন সযত্নে
শরীরও উৎসর্গ
করা আশ্চর্য নৈবেদ্য;
ধূপ মন
পোড়ে...পুড়তেই
থাকে আজীবন হেসে হেসে
অশ্রুকে
প্রার্থনা করে দ্যাখো,
তাকিয়ে আছি
তাকিয়ে আছি
তোমার দিকে অনুক্ষণ
ভাবছি, মগ্ন মন্দির করে
তুলতে পারবে কিনা
আমাকে, বুকের শেষ দহনটি
পর্যন্ত, সন্ধ্যের শাঁখে
শুভ্রাশ্রী মাইতি।
0 মন্তব্যসমূহ