দুর্গাপুরের পরিচিত শিল্পীমুখ ওয়াসেফুজ্জামান-এর জন্ম ১৯৫৮তে মুর্শিদাবাদের বেগমবাড়ি গ্রামে। কর্মজীবনে ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্চপদস্থ আধিকারিক। ছবি তাঁর প্রথম প্রেম, তবু রেখা ছাড়াও একসময় সিরিয়াস চর্চা করেছেন কবিতা, স্থাপত্য ও কোলাজের।
আশিরনখ কবি ও শিল্পী এই মানুষটি বর্তমানে সারাক্ষণ ডুবে থাকেন কবিতাযাপনের এক গূঢ় রঙে । ইদানীং কেন জানি না গভীর এক বাউলবোধ বারবার উঠে আসে তাঁর আঙুলে। আমরা মুগ্ধ হই, হতে থাকি…।
আশিরনখ কবি ও শিল্পী এই মানুষটি বর্তমানে সারাক্ষণ ডুবে থাকেন কবিতাযাপনের এক গূঢ় রঙে । ইদানীং কেন জানি না গভীর এক বাউলবোধ বারবার উঠে আসে তাঁর আঙুলে। আমরা মুগ্ধ হই, হতে থাকি…।
শিল্পী ওয়াসেফুজ্জামান
কবি অরণ্যা সরকার
0 মন্তব্যসমূহ