এসো , আরো বেঁচে থাকি
যদি বাঁচাটাই অশ্লীল কাজ
তবে এসো, আরো আরো বেঁচে থাকি
এসো
বাড়ি বাড়ি পাখি কিনে
আকাশে ওড়াই
তুমি হও ডানা
আমি প্রথম বাতাস
এসো
দিকে দিকে নদী হয়ে
বাঁধন খসাই
তুমি তীব্র ঢেউ
আমি জীবন-তরণী
এসো
হাতে হাতে শিলা ছেনে
মৃত্তিকা জমাই
তুমি হও গাছ
আমি বিবস্ত্র সবুজ
যদি বাঁচাটাই অশ্লীল কাজ
তবে এসো , আরো আরো নষ্ট হই ।
রাখী সরদার
1 মন্তব্যসমূহ
আহা!
উত্তরমুছুনখুব সুন্দর একটা কবিতা।
পড়ে আনন্দ পাওয়ার কবিতা।