সাম্প্রতিক

6/recent/ticker-posts

চিরপ্রশান্ত বাগচী

 



নির্জনতা



 

নির্জনতা কখনও কখনও খুবই জরুরি মনে হয়।

না হলে কেউই আমরা পরস্পরের সম্পূর্ণ মায় অন্ধিসন্ধি জানতে পারব না কোনোদিন।

এতদিন যা জেনেছি পরিচিত ভূখণ্ডের মতো--- ফণিমনসা, বউড়ি আর বাবলার জঙ্গল

তেমনি, প্রক্ষোভ--- শরীর সর্বস্ব, রতির্যা সঙ্গমাৎ... 

সেইটাই শেষ নয়

আরও কিছু থেকে যায় ; যা সকলের সামীপ্যের ভিড়ে

ক্রমে ক্রমে অতীত প্রভাহীন---

দূরস্থিত উপমান সমুদয়

অস্যার্থ ; জীব ও জড়ের এক আশ্চর্য সমন্বয়।

এভাবেই হয়তো দেহাতীতের ভিতরে গিয়ে স্তব্ধবাক হওয়ার মুহূর্ত।

 

নির্জনতা ; অভূতপূর্ব এই আবিষ্কারের জন্য ভীষণ প্রয়োজন।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ