সাম্প্রতিক

6/recent/ticker-posts

সমীরণ ঘোষ

 


গুচ্ছ কবিতা



শিরোনামহীন

 

তামাটে ঘোড়ার পিঠে আমাদের কঙ্কালেরা

চমৎকার লাল জুতোর সেনানী

নির্বিকার দামামার মেঘ। কাড়ানাকাড়ার হাঁস

মাত্রাহীন বঙ্গবিজয়ের ফুরফুরে 

তুমি এক্ষুনি রাত্রি মুচড়ে বল কোথায় যুদ্ধের টং

কোথায় বায়ুস্তর ঝনঝনে ধাতুর মসৃণ 

 

সূর্যাস্ত অনুতাপহীন বমি করছে কাঁটাখয়েরের নীচে 

 

 

 

কাঁচামাংসের অপরূপ পাখিরা এসেছে 

শিরশিরে বিবাহবাসর। মৃতের ছাঁদনায়

ঝুলে শোলাফুল। চাঁদের কঙ্কাল 

এই খল কল্পচিত্রে তুমি ভাম গন্ধগোকুলের শ্বাস

পাখির মাংসে কুহু সন্ধেথ্যাঁতলানো

চুলায় রাত্রিগোঁজা জ্বালানির হাড়ের চিৎকার 

 

 

 

শুশুক শুনছে। আকাশের হাড়ে কোঁদা 

বৃষ্টির ফুরোনো তারানা 

শুশুক গুনছে। ঠোঁটে গোধূলিসপ্তক

সুরে জলপোকা। সুরে পানির দাওয়াত 

 

 

 

আমাদের যত ঘোড়া শুশুক খচ্চর সব

কুকুরের মৃত ডাকে বেরিয়ে পড়েছে 

কার্নিশে সরু থেকে বেড়ালই কী

কাহিনির শেষ রূপকার

ডায়েরির মোম ভেঙে শিখার সামান্য 

স্বল্পতম শবের পুকার

গোসাপের জিভের বিদ্যুতে পোড়া

বসতির পাঠের আকাশ 

 

 

অসম্ভব কুচোনো এই বালিঝড়ে আমরা কেন

শূন্য  কামড়ে এলাম। হাওয়া কামড়ে

হাওয়ায় চর্বিকেই ফ্যালফেলে প্রশ্ন করছি

চাঁদ কামড়ে ততোধিক পুঁতে দিচ্ছি রাতের গজাল 

ষাঁড়ের খুলির ঘুমে আমাদের ছলাৎব্যাপী

স্মৃতির গুমটি 

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ