সুরের জন্য
গন্তব্যের
দিকের যাত্রাপথ দীর্ঘতর হয়
আত্মকথনের শব্দগুলো
ক্রীতদাসের মতো আজ্ঞাবহ
তুমি-আমি কোথাও চলে যেতে
পারিনা
অনাবিল আবর্তে তলিয়ে যেতে
যেতে
একঘেয়ে ঝিঁঝির ডাকের ভেতর
ঢুকে যাই
পথে পথে তারুণ্যের আত্মহত্যা
সময়ের শবদেহ ঝুলে থাকে
অরণ্যবৃক্ষের ডালে
পুরোনো সম্পর্কগুলি ঝুরো
পাতার মতো
হাতের সীমানা ছাড়িয়ে উড়ে
যায়
পাখির গানের সুর বন্দী করার
ইচ্ছে নিয়ে
যৌনতা ভুলে পরস্পরকে
জড়িয়ে ধরি ও
অদ্ভুত সুরেলা এক
হারমোনিয়ামের জন্ম দিই
0 মন্তব্যসমূহ