শঙ্কা
এখন গুছিয়ে নেবার সময়।
একফালি চাঁদ হাসছে এখন
আকাশের ক্যালেন্ডারে।
ওখানে সমস্ত সুস্বপ্ন
আর দুঃস্বপ্নের তিথি লেখা আছে ।
ছড়িয়ে ছিটিয়ে থাকা
নিজেকে নিভাঁজ
ঢেকে দিই সাদা আবরণে।
ওরা চেয়ে চেয়ে দেখে
কবি এখনো কাঁদছে।
এলোমেলো অক্ষর আড়াল করে
অহংকার
সারাদিন অতিবৃষ্টি
উপঢৌকনের আরম্বরে
মুখোশ খসে পড়ে যখন
ভয়ে ভয়ে থাকে কবি
সবাই কি চিনে ফেলেছে
সমস্ত ফাঁকি! রাতের নক্ষত্র নজর করে
বিভ্রান্ত কবির বিলাপ।
একই জল নানা পাত্রে
কেন।
হারিয়ে গেছে নতুন কথা।
প্রতি রাত জানায় কবির
মৃত্যুদিন।
এখন গুছিয়ে নিতে হবে
দেরি নেই বেশি ভাবে
অসহায় কবি।
1 মন্তব্যসমূহ
জয়িতার কবিতা পড়ার ভক্ত আমি ।বেশ ভালো লিখেছে জয়িতা ।'আকাশের ক্যালেন্ডারে সমস্ত সুস্বপ্ন আর দুঃস্বপ্নের তিথি লেখা আছে।" জয়িতাকে অনুরোধ, সম্ভব হলে শীলাকে বলে কবিতার ১০ম পংক্তিতে একটা বানান সংশোধন করে দিতে। আরম্বর নয়, আড়ম্বর হবে ।
উত্তরমুছুন