দুটি কবিতা
নষ্টের সাথে সংসার
দুপুর গড়িয়ে বিকেল | কয়েদিরা একের পর এক |
লাল উঠানের শেকলে ফিরছে :: স্বপ্নের আগাছা –
জড়তা কাটিয়ে ওঠা প্রথম বীর্য
পতিতালয়ের গঙ্গাস্নানে আজ এসরাজ মেলা
মূর্তির প্রথম তিলক • ব্যাধের রক্ত
একটার পর একটা শরীর
ছেড়ে -----
আত্মা ঘুরে বেড়াচ্ছে
জটায়ুর বিষাক্ত খিদে ঠোঁট
প্রেমিকার অবনমিত চোখে
আজও শহীদ প্রথম সহবাস ~
দ্রাঘিমা প্রাঙ্গণে অবলুপ্ত তারা দের খোঁজে
• সিমেট্রিক • ব্ল্যাকহোল •
২
অ্যাস্ট্রাল প্রজেকশন
তুমি আমি এসো হাইব্রিড
পথে
হামাগুড়ি দিয়ে, খুঁজে বেড়াই জোনাকির আলো
সিলিং ফ্যাশনে ঝোলানো
মাকড়সার জাল
কিছু আসবাব, ধ্বংস ধাতু দোষ
আমাদের প্রিয় ডাল ভাতে লেগে থাকা মৃত অলিভ
এখনো ছদ্মবেশ জর করছে ___
আমাদের ভালো থাকা
এসো, চিবুকের আর্তনাদে
মিশিয়ে দি পরশু রাতের আমিষ সুড়সুড়ি ->
এলোমেলো, চঞ্চল যৌবনের উপসংহার
ভালোলাগা রক্তের দাগ
ভিজিয়ে দেয় সাদা বিছানা,
এসো, আমরা আহরণ করি উষ্ণতা
সাক্ষী হোক আমাদের উর্বর ____
অ্যাস্ট্রাল প্রজেকশন
0 মন্তব্যসমূহ