সাম্প্রতিক

6/recent/ticker-posts

সোমা ঘোষ


 কবিতা


(১)  

 বংশলতিকায় আঁকাবাঁকা মেরুদন্ড

 

বর্ণচোরা সূর্য দিন বিলি কেটে কেটে -

কবন্ধ তবু। ভীষণভাবে ফনেটিক মাছরাঙার জলীয় ছোঁ।

নবজাতক মেঘ গায়ে গায়ে সমাজতাত্ত্বিক তত্ত্ব।

বংশ লতিকায় আঁকাবাঁকা মেরুদন্ড।

বাঁশিতে ধরি বাজি বাজি ধরেই ফুঁ—

এত পরিপাটি রূপকথারা শুনতে শুনতে বেহিসাবি বকলম।

বর্ণচোরা সূর্য ঐ শ্যামলা মেয়ে দড়ির ওপর হেঁটে হেঁটে - হাতের মুঠোয় ম্যাজিক শরীরে সংখ্যাতত্ত্ব।

বংশ লতিকায় আঁকাবাঁকা মেরুদন্ড।

 

(২)     

  আষাঢ়ে অশ্লীল

শালিক লাফালাফি কামিনী দুপুর। সাদাকালো।

চৌষট্টি ঘরের গল্প। আলগোছে গোপন সাজগোজ। কালো রমণীর বুক দুলুনি-

মেঘের বুকে তিল- আষাঢ়ে অশ্লীল।

রোদ গড়িয়ে এলে চন্দনের সুবাস ওঠে ধীরে ধীরে। সূর্যমুখী ক্ষেত ধরে হেঁটে আসা অপেক্ষারা

আলফাজের গা ঘেঁষে আঁশটে মোহ। আয়নার এজলাসে টিনের তরবারি। ঘুঘুর কলরব।

বাড়তে থাকে লোভ।

ব্রেখটের কুশীলব- ভীষণরকম বাস্তব—

কাঁচ ভেঙে পায়ে পায়ে ক্রমশ ঈশ্বর...

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ