কবিতা
স্বর্ণপাশ- জলায়ুধ
ভয় হয়, নিরাময়ে শব্দ শুনি শ্রীহরি,
পাঁজর ভাঙার শব্দ
দেহপ্রীতি ভেঙে যায়, নয়নাভিরাম----
ক্ষমায়,
ক্ষমায়!
দিতি নাও, দ্বিধা নাও
আসক্তিপাশ পুরুষ-প্রণয়ে
ঈশ্বরতুল্যরূপ---- ত্রাহি পৃথিবী
বান্ধবের স্মৃতি নিও না।
কথা হলে জোৎস্নাধাম, শুকনো চরায়
দূর থেকে স্বেদ-ঘ্রাণ
অন্তিম প্রায়
প্রেমিক দৃষ্টি দাও, শত নির্জলায়
পাঁজর ভাঙছে যার ক্ষমায়, ক্ষমায়!
0 মন্তব্যসমূহ