সময়ের থাবা
হামেশা
পিছু নেয়
হোঁচট
সামলাই ছুটন্ত পথ
থাবাকে বশে এনে
দেখি
ধারালো নখগুলো গোলাপের পাপড়ি।
হোঁচট
সামলালে নিস্পৃহ
মুহূর্ত বাজে
অচেনায়
পৌঁছতে কিছুটা আশকারা পেয়ে যাই ।
প্রতিটি হোঁচটে আবিষ্কার
কলাম্বাসের নতুন আমেরিকা ।
আসলে
রূপের খেলায়
মজে রিক্ত
তোয়াক্কা করে না কিছু ।
সে
জানে, ভালোবাসা মানে হৃদয়ের রক্তঝরা
তবু
শাশ্বত গোপন হামেশা অশ্রুত বাজে
তাই
শত থাবার নখকে গোলাপ
বানাই ।