এসো এইখানে বসি ,
দুদন্ড চেয়ে থাকি নির্লিপ্তির সরোবরে ,
আহা ! এখানে টুকটুক ডুব দেয়
ভিজে পানকৌড়ি...
ওই যে দূরে দেখো
হাওয়ায় কাঁপছে শালুক ফুলের পাঁপড়ি ,
ওরা হতে চেয়েছিল অভিমানী
কিশোরীর ফুলে ওঠা ঠোঁট...
আজ সে গল্প শুনে যাও -
কাপড়ের ভাঁজে ভাঁজে লুকানো চিঠির মত
চন্দ্রকলার বেড়ে ওঠার ইচ্ছে গল্প সব
অথবা ,
কিভাবে উদ্দাম সঙ্গমের পরেও চেয়েছি
মাথায় বুলিয়ে দেবার হাত ..
কিভাবে শীতের রাতে শঙ্খলাগা
সাপের মত জড়িয়ে ধরতে চেয়েছি তোমায় ...
সে গল্প শুনে যাওয়ার হয়তো এটাই সময় !
আরেকটু বসো ,আরেকটু সন্ধ্যে হোক ,
দেখে যাও কিভাবে জোনাকির মতো
জ্বলে উঠে অবদমনের সুখ...