তিনটি কবিতা
মায়া
প্রতিটি সুপুরিগাছের একটা মায়া থাকে।
টানা গল্পে আস্থা নেই।
মৃত নগরী থেকে আমাকে বের করে নিয়ে
যাও
দ্যাখো,কাল্পনিক শহরে পড়ে
থাকছে বাঘের
পায়ের ছাপ
তুমি কি জানো আমি নারীর চোখে জল দেখতে
ভালোবাসি
মিনার
আত্মহত্যার আগে আমার বাড়ির সামনে এসে
দাঁড়াবে সাদা এম্বুলেন্স
কেউ জানবেই না পঞ্চগড় ও দেবীগঞ্জের মাঝে
রেখে এসেছি পায়ের ছাপ।
ছায়ার ভেতর ধানহাটি।
মৃত্যুকে চ্যালেঞ্জ করি আর নেমে আসে দড়ির
মিনার
বাঘ
সার্কাসের বাঘ সাইকেল চালাচ্ছে।
চৌবাচ্চা থেকে উঠে আসছে জোড়া
ভাল্লুক
আমার জীবন থেকে তুমি হারিয়ে যাবার পর
শরীর থেকে খুলে রাখছি রোদ।
সুবীর সরকার