সাম্প্রতিক

6/recent/ticker-posts

সোমা ধর ঘোষ



প্রেমের মৃত্যু নেই


              
তুমি ভেবেছিলে সংরাগ
প্রান্তিক স্টেশনে হারিয়ে গেছে...

একদিন--
হেমন্তের বিষাদবেলা কুয়াশার মত উড়ে যায়
পথিক হাওয়ার মত চলতে চলতে
একটা বাঁকে এসে দাঁড়াও


তার চোখে চোখ পড়তে তুমি বুঝতে পারো
হাজার হাজার পলাশের স্বপ্ন নিয়ে তোমার সামনে
বসন্ত এসে দাঁড়িয়েছে;


       দিশাহারা জীবন নতুন করে উদ্বোধনি গীত
শুরু ক'রে...
তোমার অঙ্গে অঙ্গে হলুদ-কাব্যের পাতা উড়ছে
চোখের পাতায় নেমেছে বর্ণালী ঝোরা


        নিরুদ্দেশ বাসনা আবার পেয়েছে ঠিকানা--
শ্যামলিমা ঘেরা তপোবনে
সুখের মায়া-কলি


        তার হৃদয়-রক্তরাগে
বেদনার অতলান্তে ডুবে থাকা প্রাণ জাগে,
মরমীয়ার মোহন-খেয়ায় উঠে পড়ে


মহাকালের বুকে থমকে যাওয়া 
পদচিহ্ন চলতে শুরু করেছে...

অনুভবী মন জেনেছে--
প্রেমের মৃত্যু নেই।


 সোমা ধর ঘোষ